বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, প্রার্থী হচ্ছেন হবিগঞ্জ-১ আসনে

অর্থনীতিবিদ ও গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

এস এম খোকন, বানিয়াচং (হবিগঞ্জ)

Location :

Baniachang
ড. রেজা কিবরিয়া
ড. রেজা কিবরিয়া |নয়া দিগন্ত

অর্থনীতিবিদ ও গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বুধবার ঢাকায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দেন। এসময় দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রেজা কিবরিয়া বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চাই। জনগণের জন্য কাজ করাই আমার লক্ষ্য।

দলীয় সূত্রে জানা গেছে, তিনি হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মাঠে নামবেন। ইতিমধ্যে ওই আসনে দলীয় নেতাকর্মীরা তার পক্ষে সংগঠিত হচ্ছেন।

উল্লেখ্য, ড. রেজা কিবরিয়া সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে। তিনি ২০১৮ সালের নির্বাচনে গণফোরামের প্রার্থী হিসেবে ঐক্যফ্রন্টের মনোনয়নে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।