সিলেট বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের চেয়ারম্যানের চেয়ারে বসা মেম্বার আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন আবারো হারিয়েছেন চেয়ারম্যানের চেয়ার। হাইকোর্টে করা তার রিট স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি ফারাহ মাহবুবের আপিল বিভাগ। ফলে তার জায়গায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আপিল বিভাগের প্রকাশিত একটি সার্টিফাইড কপি থেকে এ তথ্য পাওয়া যায়।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না জানান, ‘এ রকম একটি কপি পেয়েছি, কিন্তু অফিসিয়ালি এখনো কোনো তথ্য পাইনি। পেলে বিস্তারিত জানাবো।’
তবে রিট স্থগিতের খবর পাননি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া ওই ইউপি সদস্য আলতাফ হোসেন। তিনি জানান, ‘শুনেছি, তবে অফিসিয়ালি কিছু পাইনি।’
জানা যায়, রিটের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সচিবালয়ের আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর ৩১৪৫ অব ২০২৫ আবেদনে বিবাদি করা হয়েছে আওয়ামী লীগ নেতা মেম্বার আলতাফ হোসেনকে। এর আগে আওয়ামী লীগ নেতা মেম্বার আলতাফ হোসেন হাইকোর্টে গত ৮ জুলাই রিট করেন। এর পরিপ্রেক্ষিতে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আদেশ ছাড়া দায়িত্ব পালন শুরু করেন। এর জের ধরে রাষ্ট্রপক্ষ স্থগিতাদেশ চেয়ে চেম্বার জজে আবেদন করে।
পরে ২৬ আগস্ট শুনানি শেষে আদালত জানায়, হাইকোর্ট ডিভিশন কর্তৃক ৮ জুলাই তারিখে রিট পিটিশন নম্বর ৯৮৯৯ অব ২০২৫ এ প্রদত্ত অন্তর্বর্তী স্থগিতাদেশের কার্যকারিতা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। একইসাথে রুলটি যেন হাইকোর্ট ডিভিশনের যথাযথ বেঞ্চ কর্তৃক যত দ্রুত সম্ভব শুনানি শেষে নিষ্পত্তি করা হয়। চেম্বার জজ অবিলম্বে এ আদেশ কার্যকারী করার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ মে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনকে সাময়িক বহিষ্কার করেন। পরদিন ২১ মে সকালে আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন চেয়ারম্যানের বন্ধ কার্যালয়ের দরজা খুলে চেয়ারে বসে কার্যক্রম শুরু করেন এবং নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। পরে এ নিয়ে মাথিউরা ইউনিয়নের জনগণ পরদিন ২৩ মে মানববন্ধন করে।