আদালত প্রাঙ্গণে হুমকির পর থানায় জিডি, বাদির ওপর হামলা ও গুলির অভিযোগ

গাজীপুর জজ কোর্টে মামলার হাজিরা শেষে প্রথমে আদালত প্রাঙ্গণে হুমকি ও মারধরের শিকার হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এক বাদি।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
আদালত প্রাঙ্গণে হুমকির পর থানায় জিডি, বাদির ওপর হামলা ও গুলির অভিযোগ
আদালত প্রাঙ্গণে হুমকির পর থানায় জিডি, বাদির ওপর হামলা ও গুলির অভিযোগ |নয়া দিগন্ত

গাজীপুর জজ কোর্টে মামলার হাজিরা শেষে প্রথমে আদালত প্রাঙ্গণে হুমকি ও মারধরের শিকার হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এক বাদি। এরপর সেই জিডি করে বাড়ি ফেরার পথেই তার ওপর হামলা, গুলিবর্ষণ ও গাড়ি ভাঙচুরের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি পুনরায় গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় অভিযোগ করেছেন।

ভুক্তভোগী মো: আইয়ূব আলী (৫১) জানান, বুধবার (৭ জানুয়ারি) সকালে গাজীপুর জজ কোর্টের মূল ফটকের সামনে চুরি মামলার আসামি মো: আব্বাস আলী, তার ছেলে মো: রাকিব ও মোসা: নাছিমা বেগমসহ তাদের সহযোগীরা তাকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেয়।

তিনি অস্বীকৃতি জানালে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি তাৎক্ষণিকভাবে সদর থানায় জিডি করেন।

তিনি আরো অভিযোগ করেন, জিডি করে নিজ গাড়িতে টঙ্গীর বাসায় ফেরার পথে ধীরাশ্রম এলাকায় অভিযুক্তরা মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারযোগে তার গাড়ির গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এবং গুলি করে। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। তবে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

আইয়ূব আলীর অভিযোগে আরো বলা হয়, অভিযুক্তরা পেশায় ভাঙারি ব্যবসায়ী এবং স্থানীয়ভাবে চোর পোষণের অভিযোগ রয়েছে। তারা বাসাবাড়ি, মিল-ফ্যাক্টরি ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোহালক্কড়সহ মালামাল চুরি করিয়ে নিজেদের ভাঙারি দোকানে এনে বিক্রি করে। এতে এলাকায় দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, উভয় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।