আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াত।
শুক্রবার (১৪ নভেম্বর) বাদ জুমা পুরনো কালেক্টরেট ময়দানে বিক্ষোভ মিছিলপূর্ব এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমির অধ্যাপক সাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্রা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা এনামুল হক, জেলা নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা, নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবুল হাসেম, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি জহিরুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলের সামনে গিয়ে শেষ হয়।



