ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সম্পাদক আনোয়ার হোসেন ছোটনের হাতে বিদেশী অত্যাধুনিক পিস্তল হাতে ভিডিও ভাইরালের ঘটনায় জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
আজ সোমবার বিকেলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে শুভ মিয়াজি নামে ছাত্রদল নেতার ভিডিও ছড়িয়ে পড়েছে।
আনোয়ার হোসেন ছোটন উপজেলার বগাদানা ইউনিয়নের আবুল খায়ের টুক্কার ছেলে। এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
ভিডিও তে দেখা যায়, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন ছোটন বিদেশী অত্যাধুনিক পিস্তল হাতে একটি কক্ষের ভেতর ধমক দিয়ে, মুখোশ পরা এক নারীকে পিস্তল তাক করে বলছেন, ‘এ তুই ধর এতেরে, হেতে আকাম করার কারণে হেতের.... ভাঙ্গি দিচে! তুই বাঁচতে চচ, না, মরতে চচ, আঙ্গোরে চিনচ! এ কথা যদি করোরে বলচ, তাইলে, ভিডিও এটা ছাড়ি দিমু। কতা কিয়া কইছি মনে থাইকবো নি।’
উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নুর আলম সোহাগ বলেন, ‘আনোয়ার হোসেন ছোট সাবেক ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ ছিলো এটা সত্য, কিন্তু ছাত্রদল তাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অনুমতি দেয়নি। আমি জেলা ছাত্রদলকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। এবং আইনশৃঙ্খলা বাহিনীরও ব্যবস্থা নেয়া উচিত।’
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন যুবদলের এক নেতা জানান, ৫ ই আগস্টের পর থেকে ছোটনের সন্ত্রাসী কর্মকাণ্ডে স্থানীয় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। আমি এদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। কিন্তু কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। এদের কারণে দলের বদনাম হচ্ছে।
সাবেক উপজেলা ছাত্রদলের আরেক নেতা জানান, আনোয়ার হোসেন ছোটন আর তারেক নামে এ দুইজন ছাত্রদলের নাম বিক্রি করে স্থানীয় এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছে। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না।
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ইসলাম জানান, ‘ছোটনের ভাইরাল হওয়া ভিডিওটি গত একমাস আগের। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ছড়িয়ে পড়েছে। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি ।’



