লক্ষ্মীপুরে শিবিরের সংবর্ধনা পেল ৩৫০ শিক্ষার্থী

শনিবার সকালে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে শিবিরের লক্ষ্মীপুর শহর শাখার ব্যানারে এ আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

Location :

Lakshmipur
শিক্ষার্থীদের ফুল-ক্রেস্ট তুলে দিচ্ছেন অতিথিরা।
শিক্ষার্থীদের ফুল-ক্রেস্ট তুলে দিচ্ছেন অতিথিরা। |নয়া দিগন্ত

লক্ষ্মীপুরে এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।

আজ শনিবার সকালে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে শিবিরের লক্ষ্মীপুর শহর শাখার ব্যানারে এ আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের ফুল-ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি মো: ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া এবং প্রধান বক্তা ছিলেন শিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ আবু মুসা।

এছাড়া শহর সেক্রেটারি আবদুল আউয়াল হামদুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন, শিবিরের সাবেক নোয়াখালী শহর সভাপতি ডা. সাইফুল্লাহ সাইফ, জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, পৌর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর তোমাদের এ অর্জন। আজ তোমরা মেধাবীদের দলে। এজন্য তোমাদের দায়িত্বও অনেক। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তোমাদের ভূমিকা রাখতে হবে। আদর্শবান মানুষ হিসেবে দেশ ও জাতি গড়তে তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে।