শেরপুরে সালমান শাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আসামিরা যাতে কোনোভাবেই আগাম জামিন না পেতে পারে এবং তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার কথা জানানো হয় মানববন্ধন থেকে।

মুগনিউর রহমান মনি, শেরপুর

Location :

Sherpur
সালমান শাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
সালমান শাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

জনপ্রিয়তার শীর্ষে থাকা নায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা সালমান শাহ ভক্তবৃন্দ নামে একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে শেরপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলে।

মানববন্ধনে বক্তব্য দেন চলচ্চিত্র পরিচালক ও সংগঠনের সভাপতি খন্দকার মুনতাহিদুল লিটন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রকিব, হারুন অর রশিদ, হাসেম সরকার ও সুমন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আসামিরা যাতে কোনোভাবেই আগাম জামিন না পেতে পারে এবং তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।