জনপ্রিয়তার শীর্ষে থাকা নায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা সালমান শাহ ভক্তবৃন্দ নামে একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে শেরপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলে।
মানববন্ধনে বক্তব্য দেন চলচ্চিত্র পরিচালক ও সংগঠনের সভাপতি খন্দকার মুনতাহিদুল লিটন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রকিব, হারুন অর রশিদ, হাসেম সরকার ও সুমন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আসামিরা যাতে কোনোভাবেই আগাম জামিন না পেতে পারে এবং তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।



