রেমিট্যান্স আহরণে শীর্ষে ঢাকা, তৃতীয় সিলেট বিভাগ

২০২৫-২৬ অর্থবছরের নভেম্বর মাসে রেমিট্যান্স পাঠানোর শীর্ষ দেশের তালিকায় উঠে এসেছে সৌদি আরব। এ দেশ থেকে প্রবাসীরা বৈধ পথে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। সৌদি আরব থেকে রেমিট্যান্স এসেছে ৪৩ কোটি আট লাখ টাকা।

সিলেট ব্যুরো
গত পাঁচ মাসে সৌদি আরব থেকে দেশে এসেছে ৪১০ কোটি টাকা
গত পাঁচ মাসে সৌদি আরব থেকে দেশে এসেছে ৪১০ কোটি টাকা |নয়া দিগন্ত

রেমিট্যান্স আহরণে দেশে তৃতীয় অবস্থানে রয়েছে সিলেট বিভাগ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অঞ্চলভিত্তিক হিসাবে দেখা গেছে, নভেম্বর মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ঢাকা বিভাগে। মোট রেমিট্যান্সের প্রায় ৫১ শতাংশ এসেছে এই বিভাগে। দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম বিভাগ ও তৃতীয় অবস্থানে সিলেট বিভাগ। জেলাভিত্তিক হিসাবেও ঢাকার অবস্থান শীর্ষে। এরপর রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট জেলা।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের নভেম্বর মাসে রেমিট্যান্স পাঠানোর শীর্ষ দেশের তালিকায় উঠে এসেছে সৌদি আরব। এ দেশ থেকে প্রবাসীরা বৈধ পথে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। সৌদি আরব থেকে রেমিট্যান্স এসেছে ৪৩ কোটি আট লাখ টাকা।

জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে সৌদি আরব থেকে পাঠানো হয়েছে ৪১০ কোটি টাকা।