ঢাকার সাভারে নিখোঁজের ১৩ দিন পর মো: রাব্বি (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সাভার সদর ইউনিয়নের উত্তর কলমা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মো: রাব্বি ওই এলাকার মরহুম সবদের খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাব্বি নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় একটি জিডি করা হয়। বৃহস্পতিবার বিকেলে উত্তর কলমার পরিত্যাক্ত একটি জায়গায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: ফাইজুর খান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।



