ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের

জনতার রায় নিয়ে আগামীতে সরকার গঠন করবে ১০ দলীয় জোট

‘দেশের গণমানুষের রায় নিয়ে আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ। কেননা এটি একটি বৃহৎ জোটে পরিণত হয়ছে। এই জোটে স্বাধীনতা যুদ্ধের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা এবং ২৪ এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রসমাজের প্রতিনিধি ও তাদের দলসহ দেশের বড় ইসলামীক দল সমূহ আছে।’

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেছেন, ‘দেশের গণমানুষের রায় নিয়ে আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ। কেননা এটি একটি বৃহৎ জোটে পরিণত হয়ছে। এই জোটে স্বাধীনতা যুদ্ধের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা এবং ২৪ এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রসমাজের প্রতিনিধি ও তাদের দলসহ দেশের বড় ইসলামীক দল সমূহ আছে।’

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি মেম্বার ও পৌর কাউন্সিলরদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে সব শ্রেণীও পেশার মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ। আগামী নির্বাচন আমাদের তরুণ প্রজন্মে জন্য মাইলফলক হিসাবে রাখতে এবং একটি সুখি, সমৃদ্ধিশালী ও উন্নত দেশ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে।’

ডা: তাহের বলেন, ‘আমি চাই চৌদ্দগ্রাম সহ সমগ্র দেশ থেকে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক। এজন্য সকল রাজনৈতিক দলের কর্মী ও প্রার্থীকে আন্তরিক হয়ে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে কাজ করে যেতে হবে। আমি নির্বাচিত হলে কাউকে দলীয়ভাবে বিবেচনা না করে অতীতের মতো সবাইকে সমান গুরুত্ব দিয়ে একসাথে কাজ করবো।’

তিনি আরো বলেন, ‘আগামী নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। কারণ, স্বাধীনতার ৫৪ বছর পরে আমরা ভারতীয় দাসত্ব থেকে ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে মুক্তি পেয়েছি। এর আগে আমরা পুরোপুরি স্বাধীন ছিলাম না। আমাদের একটা ভূ-খন্ড ছিল, কিন্তু যারাই সরকারে ছিল, তারা ভারতের সাথে বশ্যতা স্বীকার করে এদেশকে পরিচালনা করেছিল। আমাদের যুবকেরা জীবন ও রক্ত দিয়ে সে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। যার ফলে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি।’

তিনি আরো বলেন, ‘২০০১-০৬ সালে ক্ষমতা থাকাকালীন সময়ে আমি কোনো ধরনের দুর্নীতি করিনি। কিন্তু সরকার আমাকে মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করে পরে দুর্নীতিমুক্ত হিসেবে সার্টিফিকেট দেয়।’

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় নোয়াবাজারস্থ খাদিজা ইন হোটেলে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, সাবেক আমির আবদুস সাত্তার, উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা মু. ইব্রাহিম, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল।

আরো বক্তব্য রাখেন- সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, আবদুল মমিন, রুহুল আমিন, ওয়াজী উল্লাহ ভুঁইয়া খোকন, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, এমদাদুল হক শাহী, মোস্তফা নুরুজ্জামান খোকন, আবুল খায়ের, ইকবাল হোসেন মজুমদার, বর্তমান প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, সাবেক কমিশনার কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য মো: মামুন, আবদুল মমিন ভেন্ডার, সৈয়দ আহমেদ, ছোয়াব মেম্বার প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলার সব কয়টি ইউপির ৩ শতাধিক সাবেক ও বর্তমান চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি মেম্বার ও পৌর কাউন্সিলর উপস্থিত ছিলেন।