মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ব্যস্ততম হবিগঞ্জ সড়কস্থ সৈয়দ ফসিউর রহমান সুপার মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মার্কেটের নিচতলার ইজি কালেকশন নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন মার্কেটের ব্যবসায়ীরা।
জানা যায়, খবর পেয়ে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কয়েকশ যানবাহন দীর্ঘ সময় আটকা পড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক তদারকিতে ঘটনাস্থলে উপস্থিত হন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন। পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ফায়ার সার্ভিসকে সহায়তা করেন।
মার্কেটের আরাফাত অপটিকসের মালিক মো: শফিকুল ইসলাম নয়া দিগন্তকে জানান, দোকান বন্ধ করে বাসায় পৌঁছানোর পর খবর পান মার্কেটে আগুন লেগেছে। দ্রুত ফিরে এসে দেখেন পুরো মার্কেট ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে।
প্রাথমিকভাবে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করেন তিনি।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো: সোলায়মান আহমদ নয়া দিগন্তকে জানান, শ্রীমঙ্গলের দু’টি ও মৌলভীবাজারের দু’টি ইউনিট সম্মিলিতভাবে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মার্কেটে ধোঁয়া বের হওয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় পাঁচ থেকে সাতজন ফায়ার ফাইটার ধোঁয়ায় আক্রান্ত হন।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং আগুনের কারণ বৈদ্যুতিক ত্রুটি মনে করা হচ্ছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন নয়া দিগন্তকে বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুঁটে যাই। ফায়ার সার্ভিসকে নির্বিঘ্নে কাজ করতে পুলিশ ও সেনাবাহিনী সহায়তা করে। দুই থেকে তিনটি দোকানে তুলনামুলক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।’



