তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে ময়মনসিংহ জেলার সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, এনডিসি।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন গুজব ও অপতথ্য ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে গণমাধ্যমকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
তিনি নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার। প্রশিক্ষণের রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক জিয়াউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। প্রশিক্ষণে ময়মনসিংহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।



