সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফেনী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত এ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় ইউনিটির নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী কোর্ট মসজিদের খতিব মাওলানা মীর হোসেন।
পরে ফেনী রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সদস্যদের বরণ করা হয় ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভায় চলতি অর্থবছরের হিসাব ও কার্যবিবরণী পেশ করা হয়।



