বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে বৃহস্পতিবার বাদ আসর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বগুড়া জেলা বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে।
এসময় বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহভাপতি এম আর ইসলাম স্বাধীন, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু ও মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম ও কে এম খায়রুল বাশার, যুগ্ম-সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল প্রমুখ।