চাটমোহরে তিন অদম্য নারীকে সম্মাননা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে পাবনার চাটমোহরে মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিনজন অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

মো: নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)

Location :

Chatmohar
চাটমোহরে তিন অদম্য নারীকে সম্মাননা
চাটমোহরে তিন অদম্য নারীকে সম্মাননা |নয়া দিগন্ত

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে পাবনার চাটমোহরে তিনজন অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: মাহমুদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা শিক্ষা অফিসার মো: আব্দুল গণি, চাটমোহর প্রেস ক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, অদম্য নারী শামীমা আরা খাতুন, রোজিনা পারভীন প্রমুখ।

অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শামীমা আরা খাতুন, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ডা: আখি রানী দত্ত ও সফল জননী নারী মোছা: রোজিনা পারভীনকে সম্মননা প্রদান করা হয়।