মাদারীপুরের শিবচরে ছেলে ফারুক মিয়ার (২৭) কোদালের কোপে বাবা মতি মিয়া (৬৫) খুন হয়েছেন।
রোববার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মতি মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার বড়হাটি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজের সন্ধানে কয়েক দিন আগে মাদারীপুরের শিবচরে এসে অবস্থান করছিলেন মতি মিয়া ও তার পরিবার। তারা শিবচরের বাঁশকান্দিতে একটি ভাড়া বাড়িতে থাকতেন। ছেলেটি গ্রামে ফেরিওয়ালার কাজ করতেন। বিকেল থেকেই ফারুক তার বাবার সাথে ঝগড়া করেন। পরে সবাই ঘুমিয়ে পড়লে, ঘুমন্ত অবস্থায় বাবাকে কোদাল দিয়ে উপর্যুপরি কোপ মারেন তিনি। এতে ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়।
খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম নেতৃত্বাধীন পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক ছেলেকে গ্রেফতার করে।
ওসি রকিবুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।



