রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সিএনজি ও স্টিয়ারিং ভুটভুটির সংঘর্ষে আফজাল হোসেন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের কিশোরপুর বাজারের পূর্ব পাশে পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফজাল রাজশাহীর পুঠিয়া উপজেলার সরগাছী গ্রামের ইয়াচিন আলী মণ্ডলের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহেরপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের ডান পাশে বসা যাত্রী আফজাল
গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুততম সময়ে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় নিহতের চাচাতো ভাই মামুনসহ (১৮) সাগর (২৫), সবুজ (১৯) ও সাদিকুল (২৩) আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর সিএনজি ও ভুটভুটি দু’টি উলটে রাস্তার দু’পাশে পড়ে থাকে। তবে উভয় গাড়ির চালক দুর্ঘটনার পরপর পালিয়ে যান।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, উপজেলার কিশোরপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন । এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে বলে জানান ওসি।