অন্যায়ভাবে কারো উপর জুলুম করা যাবে না : ছাত্র সমাবেশে ডা: তাহের

ছাত্রদের বেশি বেশি পড়াশোনা করতে হবে। লেখাপড়া সবার আগে থাকতে হবে। আপনারাই দেশে আগামী দিনের সম্ভাবনা। অন্যায়ভাবে কারো উপর জুলুম করা যাবে না এবং অপরাধমূলক কাজে জড়ানো যাবে না।

সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

Location :

Cumilla
বক্ত্যে রাখেন ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের
বক্ত্যে রাখেন ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের |নয়া দিগন্ত

ছাত্ররাই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিবে মন্তব্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেছেন, ‘ছাত্রদের বেশি বেশি পড়াশোনা করতে হবে। লেখাপড়া সবার আগে থাকতে হবে। আপনারাই দেশে আগামী দিনের সম্ভাবনা। অন্যায়ভাবে কারো উপর জুলুম করা যাবে না এবং অপরাধমূলক কাজে জড়ানো যাবে না।’

শনিবার (১৬ আগস্ট) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম জামায়াতের উদ্যোগে আয়োজিত ছাত্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব বিভাগ সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারীর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহাজাহান, দক্ষিণ জেলা ছাত্রশিবির সভাপতি মহিউদ্দিন রনি, পৌর জামায়াত আমির মুহাম্মদ ইব্রাহীম, নায়েবে আমির ইয়াছিন মজুমদার, উপজেলা জামায়াত সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর জামায়াত সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মোশাররফ হোসাইন, প্রচার সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, মাদরাসা ও ছাত্রকল্যাণ সম্পাদক নুর উদ্দিন মাহবুব, কুমিল্লা সদর শাখা সভাপতি মোজাম্মেল, কুমিল্লা উত্তর শাখা সভাপতি নাসিম মিয়াজী, কুমিল্লা দক্ষিণ শাখা সভাপতি শরিফ উল্লাহ মিশাল ও চৌদ্দগ্রাম পৌরসভা শাখা সভাপতি মো: হোসাইন আহমেদসহ কুমিল্লা দক্ষিণ জেলা, উপজেলা ও পৌর জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন শাখার নেতারা।