কক্সবাজারে পলিথিন ব্যাগ ব্যবহার রোধে র‌্যাবের মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু

মাসব্যাপী কক্সবাজার শহরসহ বিভিন্ন উপজেলা সদরের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে এই কর্মসূচি পালন করা হবে।

গোলাম আজম খান, কক্সবাজার অফিস

Location :

Cox's Bazar
কক্সবাজারে পলিথিন ব্যাগ ব্যবহার রোধে র‌্যাবের মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু
কক্সবাজারে পলিথিন ব্যাগ ব্যবহার রোধে র‌্যাবের মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু |ছবি : নয়া দিগন্ত

পলিথিন ব্যাগ ব্যবহার রোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সদস্যরা। এর অংশ হিসেবে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠান, ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণসহ মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের বড়বাজার এলাকায় পরিবেশ অধিদফতরের কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় র‌্যাবের তত্ত্বাবধানে জনসচেতনতামূলক এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

র‌্যাবের সংশ্লিষ্টরা জানিয়েছেন, পলিথিন ব্যাগ ব্যবহার রোধে র‌্যাব সদস্যরা মাসব্যাপী জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ ও মাইকিং করে প্রচারণা কর্মসূচি শুরু করেছেন। প্রথম দিনে কক্সবাজার শহরের জনবহুল বড়বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। মাসব্যাপী কক্সবাজার শহরসহ বিভিন্ন উপজেলা সদরের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে এই কর্মসূচি পালন করা হবে।

পরিবেশ অধিদফতরের সহযোগিতায় মাসব্যাপী এই জনসচেতনতামূলক কার্যক্রম শেষে নিষিদ্ধ পলিথিন ব্যবহার রোধে অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের সংশ্লিষ্টরা।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মেজর নাজমুল ইসলাম জানিয়েছেন, মাত্র একবার ব্যবহারযোগ্য অসংখ্য পলিথিন ব্যাগ জনজীবনে বিপর্যয় ডেকে আনছে। পলিথিনের তৈরি শপিং ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার আইনত নিষিদ্ধ। কিন্তু নিষিদ্ধ পলিথিন ব্যবহারে ক্যান্সারসহ প্রাণঘাতি নানা রোগে মানুষ বিপর্যস্ত হয়ে উঠেছে।

এই জন্য ব্যবসাপ্রতিষ্ঠানের ক্রেতা-বিক্রেতাকে পরিবেশবান্ধব এবং একাধিকবার ব্যবহারযোগ্য শপিং ব্যাগ ব্যবহারের আহ্বান জানান তিনি।