গাংনীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলার বামন্দী এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Gangni
আটক মাদককারবারি সেন্টু (৪০)
আটক মাদককারবারি সেন্টু (৪০) |নয়া দিগন্ত

মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ সেন্টু (৪০) নামে এক মাদককারবারিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলার বামন্দী এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সেন্টু বামন্দী চেরাকী পাড়ার মরহুম ছবকুল হোসেনের ছেলে।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সেনা ক্যাম্পের একটি দল গাংনী উপজেলার বামন্দী এলাকায় সেন্টুর নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তার কাছ থেকে ২৩০ পিস ইয়াবা, ১০২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মেহেরপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ফজলে রাব্বি। অভিযান শেষে তাকে আটক করে গাংনী থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।