যশোরের কেশবপুর উপজেলায় যশোর-সাতক্ষীরা ভায়া কেশবপুর সড়কে ভ্যান গাড়ি ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে দুই চালকই নিহত হয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কেশবপুর শহর সংলগ্ন মধ্যকুল ময়লাপোতা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মোটরসাইকেল চালক ওয়ায়েসকুরুনি (৩৬)। তিনি মধ্যকুল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এবং একই গ্রামের ভ্যানচালক কোবাদ আলি (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যকুল এলাকায় ভ্যান চালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের সাথে ভ্যানের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ওয়ায়েসকুরুনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলের ধাক্কায় কোবাদ আলি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে কেশবপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সাইমুন বলেন, ‘আমি ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে তদন্ত করেছি। কোনো পক্ষই মামলা করবে না বলে জানিয়েছে। এছাড়া রাত ৮টা পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি।’



