নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা নিহত

নেত্রকোনায় এক সড়ক দুর্ঘটনায় কলমাকান্দা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা নিহত হয়েছেন।

ফজলুল হক রোমান, নেত্রকোনা
নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা নিহত
নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা নিহত |নয়া দিগন্ত

নেত্রকোনায় এক সড়ক দুর্ঘটনায় কলমাকান্দা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শাহীনূর নূর আলম আকন্দ (৪৭) নিহত হয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শাহীনূর নূর আলম আকন্দ গ্রামের বাড়ি খালিয়াজুরি সাতগাঁও এলাকায়। তিনি নেত্রকোনা পৌর এলাকার সাতপাই গাইনপাড়ায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।

জানা যায়, নেত্রকোনা থেকে মোটরসাইকেল চালিয়ে কলমাকান্দায় যাবার পথে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের মামনী এলাকায় পৌঁছলে আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে পড়ে গুরুতরভাবে আহত হন।

পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ওসি নয়া দিগন্তকে জানান, ‘সোমবার সকালে কর্মস্থলে আসার পথে অসাবধানতাবশত মোটরসাইকেল উল্টে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা নিহত হন।’