ঝিনাইদহে কোট আঙ্গিনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত মনজুরুলের মৃত্যু

আসামি শাহ আলম (৩৫) আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠিয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
ঝিনাইদহে কোট আঙ্গিনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত মনজুরুলের মৃত্যু
ঝিনাইদহে কোট আঙ্গিনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত মনজুরুলের মৃত্যু |নয়া দিগন্ত

ঝিনাইদহে কোট আঙ্গিনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গত ১৩ আগস্ট আহত মনজুরুল ইসলাম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নিহত মনজুরুল ইসলাম ঝিনাইদহ সদর থানার লক্ষিকোল গ্রামের মরহুম ইয়াকুব আলীর ছেলে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি শাহ আলম (৩৫) আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠিয়েছে। তিনি ঝিনাইদহ থানার কোরাপাড়া গ্রামের আলী কদরের ছেলে।

এদিকে বৃহস্পতিবার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুর্বৃত্তরা আসামির ঝিনাইদহ সদরের কোটপাড়ার বাড়িতে হামলা চালিয়ে মালামাল ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

পুলিশ জানায়, ১৩ আগস্ট ঝিনাইদহ জেলা আইনজীবীদের এনএক্স ভবনের সামনে পূর্বশত্রুতার জের ধরে আসামি ও ভিকটিমের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসামি শাহ আলম তার কোমরে থাকা ছুরি দিয়ে মনজুরুলকে আঘাত করলে সে গুরতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।