বান্দরবানে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী

পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে শহীদ জিয়ার অবদান বেশি

বান্দরবানের প্রত্যন্ত এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) সকালে নির্বাচনী প্রচারণায় চালিয়েছেন ৩০০ নম্বর সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
বান্দরবানে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী
বান্দরবানে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী |নয়া দিগন্ত

বান্দরবানের প্রত্যন্ত এলাকায় নির্বাচনী প্রচারণায় চালিয়েছেন ৩০০ নম্বর সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে তিনি বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।

এসময় তিনি এলাকার উন্নয়নসহ প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন।

সকালে উপজেলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী।

এ সময় তার সাথে বিএনপির সিনিয়র নেতা অধ্যাপক ওসমান গনি, সাচপ্রু মারমা, ম্রো সম্প্রদায়ের নেতা খামলাই ম্রো, আব্দুল মাবুদ, জাহাঙ্গীর আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনসভায় সংসদ সদস্য প্রার্থী সাচিং প্রু জেরী ম্রো মাতৃভাষায় লেখা বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিলি করেন।

সাচিং প্রু জেরী জনসভায় বলেন, ‘পাহাড়ি সম্প্রদায়ের সাথে শহীদ জিয়ার গভীর বন্ধন ছিল। বিএনপির আমলেই ম্রো আবাসিক বিদ্যালয় সহ অসংখ্য উন্নয়ন হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে এই উন্নয়নের ধারা আরো বর্ধিত হবে।’

তিনি আরো বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির যে অটুট বন্ধন রয়েছে শান্তি উন্নয়নের জন্য তা অবশ্যই আমাদের ধরে রাখতে হবে। চিম্বুক পাহাড়ে ম্রো সম্প্রদায়ের শিক্ষা বিস্তারে নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা হবে।’