অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ

আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে

‘যারা নির্বাচনকে নিয়ে নির্বাচনের বিরুদ্ধে আজকে অবৈধ কথাবার্তা বলছেন- তারা জাতীয় দুশমন। ওই দুশমনদেরকে চিহ্নিত করতে হবে।‘

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
আগামী ফেব্রুয়ারী মাসে নির্বাচনকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে : অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ
আগামী ফেব্রুয়ারী মাসে নির্বাচনকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে : অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ |নয়া দিগন্ত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। দেশি-বিদেশী ষড়যন্ত্রকারীরা অনেকরকম কথা বলছেন। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ‘

‘গণতন্ত্রের প্রতি বিশ্বাস রেখেই, জনগণের আস্থা অর্জনের জন্য বিএনপি রাজপথে থেকে পালিয়ে যায় নাই। সেই দিন এই দলটি রাজপথে ছিলো বলেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশ আজকে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের একটি নির্বাচনের মুখোমুখি হচ্ছেন।

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বিএনপির এই নেতা আরো বলেন, ‘যারা নির্বাচনকে নিয়ে নির্বাচনের বিরুদ্ধে আজকে অবৈধ কথাবার্তা বলছেন- তারা জাতীয় দুশমন। ওই দুশমনদেরকে চিহ্নিত করতে হবে। তাদেরকে চিহ্নিত করে আগামী নির্বাচনের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে ‘

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক রাসেলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ অভির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো: বাবুল সারেং, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মো: মনির হোসেন আরিফ, মো: নজরুল ইসলামসহ বিএনপি দলীয় অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতারা।