কাঁঠালিয়ায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নান্না গ্রেফতার

শনিবার সন্ধ্যায় আমুয়া পূর্বপাড় ১ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

Location :

Jhalokati
স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার |ফাইল ছবি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: নান্না সরদারকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আমুয়া পূর্বপাড় ১ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নান্না ওই ইউনিয়নের মো: আবু বক্কর সরদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু নাছের রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাঠালিয়া থানা পুলিশের একটি টিম শনিবার রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আমুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নান্নাকে গ্রেফতার করে। রোববার সকালে তাকে ঝালকাঠি কোর্টে পাঠানো হয়েছে।