নরসিংদীর শিবপুরে গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে খালেকুজ্জামান কনক (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৪টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর পশ্চিমপাড়া গাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত খালেকুজ্জামান কনক জয়নগর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের সচিব জাকির হোসেন কাজল মিয়ার ছেলে।
মৃতের পরিবার ও পুলিশ জানান, বৃহস্পতিবার বিকেলে কনক তার বাবাকে নিয়ে বাড়ির পাশের আম গাছ থেকে পাকা আম পাড়তে যায়। বাবা গাছের নিচে দাঁড়ায়, ছেলে গাছে ওঠে আম পাড়তে। ওই আম গাছ ঘেঁষে বিদ্যুতের তার যাওয়া কনকের গাছে ওঠা আমের ডাল তারে লেগে বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় কনক ওই তারে বিদ্যুতায়িত হয়ে দীর্ঘক্ষণ পর মাটিতে পড়ে যায়।
কনকের বাবার ডাক চিতকারে আশপাশের লোকজন দৌঁড়ে এসে কনককে আহত অবস্থায় শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: আফজাল হোসাইন জানান, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।