কক্সবাজারের চকরিয়ায় থানা হাজতে এক যুবকের মৃত্যুর ঘটনায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামকে বদলি করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ।
এর আগে, এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে জেলা পুলিশ সুপার একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই)-সহ তিন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়।
দুর্জয় চৌধুরী (২৭) চকরিয়া পৌরসভার ভরামুহুরীর হিন্দুপাড়ার কমল চৌধুরীর ছেলে। তিনি চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন।
জানা যায়, চকরিয়া থানার একটি কক্ষে দুর্জয় চৌধুরী নামে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী নিজের গায়ের শার্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। শুক্রবার সকাল ১০টার দিকে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার( ভূমি) রুপায়ন দেব ।
চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাবেয়া খানমের প্ররোচনায় হাজতে নিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবারের দাবি করেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।