সিলেটে মাটির নিচ থেকে লক্ষাধিক ঘনফুট পাথর উদ্ধার

অভিযান চালিয়ে মাটির নিচ থেকে প্রাথমিকভাবে লক্ষাধিক ঘনফুট সাদাপাথর উদ্ধার করা হয়। পাথরগুলো তারা একটি ক্রাশার মেশিন রেডি করে ভেঙ্গে সেগুলো পাচার করতে চেয়েছিল।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
মাটির নিচ থেকে লক্ষাধিক ঘনফুট পাথর উদ্ধার
মাটির নিচ থেকে লক্ষাধিক ঘনফুট পাথর উদ্ধার |নয়া দিগন্ত

সিলেট সদরের সালুটিকর এলাকার মাটির নিচ থেকে লুট হওয়া লক্ষাধিক ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে র‌্যাব-৯।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জেলা প্রশাসন ও র‌্যাবের যৌথ অভিযানে সালুটিকরের ছালিয়া এলাকার একটি ক্রাশার মিলের মাটির নিচে গর্ত থেকে এসব সাদাপাথর উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর ছালিয়া এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে প্রাথমিকভাবে লক্ষাধিক ঘনফুট সাদাপাথর উদ্ধার করা হয়। পাথরগুলো তারা একটি ক্রাশার মেশিন রেডি করে ভেঙ্গে সেগুলো পাচার করতে চেয়েছিল। পরে র‌্যাব অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রকৃত পাথরের মালিকদের খোঁজ বের করার চেষ্টা চালানো হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বলেন, ‘একটি ক্রাশার মিলের মাটির নিচে গর্ত থেকে বেশকিছু পাথর উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ৬৪ হাজার ঘনফুট পাথর উদ্ধার হলেও এর পরিমাণ লাখ ঘনফুট ছাড়িয়ে যেতে পারে। মাটির নিচ থেকে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। পাথরের মালিককে খুঁজতে অভিযান চলছে।’

এর আগে সোমবার বিকেলে ধোপাগুল এলাকায় ১০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে র‌্যাব। এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় র‌্যাব-৯ এর সদর কোম্পানি ও জেলা প্রশাসনের যৌথ টিম অভিযান চালিয়ে এসব পাথর জব্দ করে।