ময়মনসিংহের গৌরীপুরে মাওহা ইউনিয়নে ইসলাহুল উম্মাহ সমাজ কল্যাণ সংস্থা নামে ইসলাম ও সামাজিক কল্যাণের লক্ষে নতুন একটি ইসলামি সংগঠনের আত্মপ্রকাশ করেছে। মুফতি মুহাম্মদ মিজানুর রহমান শামীমকে সভাপতি ও মাওলানা শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে করে ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার (১৭ জুন) সংগঠনের আত্মপ্রকাশ ও কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক কামরুল হাসান।
নহাটা বাজার জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সভায় সঞ্চালনা করেন মুফতি মিজানুর রহমান শামীম।
সভাপতি মাওলানা মুহাম্মদ জামিল আহমাদ, অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান, ব্যাংকার শাহিন আহমেদ, ব্যবসায়ী মুহাম্মদ ইমরান মাহমুদ ও মুহাম্মদ রফিকুল ইসলামকে নিয়ে পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।
কার্যকারী কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মাওলানা মিযানুর রহমান, মুফতি মাসউদ হাবিবী, মাওলানা নুরুজ্জামান বাবু , যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম, মুহাম্মদ মিলন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম আবু হানিফ রাজিব, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ আলী আকবর, অর্থ সম্পাদক মাওলানা আশরাফুল আলম, সহকারী অর্থ সম্পাদক মুহাম্মদ আব্দুর রাশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, মুহাম্মদ আবু রায়হান, অফিস সম্পাদক মুহাম্মদ মাসউদ, মুহাম্মদ রিযওয়ান, সমাজ-কল্যাণ সম্পাদক হাফেজ ফরিদ আহমাদ, মিজানুর রহমান হিরণ, মুহাম্মদ আব্দুল বারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মুহাম্মদ জুনাইদ আহমাদ, মুহাম্মদ আকিল মিয়া, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, বাকির আহাম্মেদ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হাফেজ মাহমুদুল হক রকি, হাফেজ আজহারুল ইসলাম, নির্বাহী সদস্য, হাফেজ মুহাম্মদ ইকবাল, হাফেজ আবুল কালাম, মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, হাফেজ আশরাফ মাহমুদ, হাফেজ সিয়াম আহমাদ, মুহাম্মদ ইমন ও মুহাম্মদ শাহরিয়ার হাসিব হীরা।
সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ জুনাইদ আহমাদ। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মিযানুর রহমান।