মাদারীপুরের শিবচরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে শিবচর উপজেলার ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে গোলচত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি,শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লা।
শিবচর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাজাহান সাজু মোল্লার সভাপতিত্বে এবং শিবচর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
সভায় প্রধান অতিথি কামাল জামান মোল্লা বলেন, ‘আওয়ামী লীগ একটি চোরের দল। ফ্যাসিস্ট হাসিনা ছিলো ইতিহাসের শ্রেষ্ঠ ভোট চোর সরকার। এ দলটি সারাজীবন চুরি করে আসছে। শেখ হাসিনা চুরি করে দেশ থেকে পালিয়েছে। সাধারণ আওয়ামী লীগারদের অসহায় রেখে তাদের আত্মীয় স্বজনরা তিন দিন আগেই বাংলাদেশে থেকে পালিয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা ব্যাংক-বীমা ধ্বংস করেছে। শেখ হাসিনা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে। জনগণের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী নির্বাচনে ভোট দিতে হবে।’
প্রধান বক্তা শাহাদাত হোসেন খান বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করতে হবে। গতকাল ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তারা গাছ কেটে এবং গাছের গুড়ি ফেলে দূরপাল্লার যান চলাচল বন্ধ করে দিয়েছিলো। আমাদের নেতাকর্মীদের ককটেল বোমা নিক্ষেপ করে আহত করেছে। আমরা এক্সপ্রেসওয়ে থেকে গাছপালা অপসরণ করি,যাতে যান চলাচল স্বাভাবিক হয়।‘
সভায় আরো উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম, আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব মাদবর, শহীদুল ইসলাম শহীদ চেয়ারম্যান, শিবচর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জামাল বেপারী, কৃষক দলের সাবেক সভাপতি দানেশ মোল্লা, মাদারীপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুবকর মিয়া, শিবচর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও শিবচর পৌর বিএনপির সদস্য আতাহার হোসেন হাওলাদার, গুলশান থানা বিএনপির সদস্য তাজউদ্দিন মোল্লা, শিবচর পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ হাসান শিহাবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।



