নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা দেখে আমরা স্তম্ভিত হয়েছি মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক বলেছেন, ‘স্বাধীনতা পরবর্তী সময়ে ব্যাপক সংস্কারের সুযোগ হয়েছে। যা আগে হয়নি। আমরা সংস্কার কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছি। ছয়টি সংস্কার কমিশনের পাঁচটিকেই সাধুবাদ জানিয়েছি।’
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে হেফাজতে ইসলামী নারায়ণগঞ্জ আয়োজিত বিশাল জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘ড. ইউনূসকে আমরা অনেক সম্মান দিয়েছি, আমরা তার সাথে হাসিনার চাইতে ভিন্ন কোনো আচরণ করতে পারি না। আগামী ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ থেকে আমরা সেটা প্রমাণ করব। এর আগেই নারী কমিশনের বাতিল চাই, সেই সাথে নারী কমিশনের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।’
তিনি বলেন, ‘যদি এই প্রস্তাব প্রত্যাহার করা না হয় তাহলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আল্লাহর কোরআনের বিরুদ্ধে ইসলামকে কটাক্ষপূর্ণ এই ধরনের সুপারিশ করার দায়ে নারী কমিশনে থাকা প্রতিটি সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। কোরআনবিরোধী কোনো অপশক্তির ঠাঁই এই বাংলাদেশে হবে না।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী এই সময়ে ব্যাপক সংস্কারের একটি পরিবেশ তৈরি হয়েছে। বিগত দিনে সংবিধানে অনেক সংশোধনী এসেছে কিন্তু কখনো সংবিধান সংস্কারের আওয়াজ উঠেনি। জুলাই-আগস্ট বিপ্লবে দু’হাজার তাজা প্রাণের বিনিময়ে গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের অন্যতম একটি মহতী উদ্যোগ হলো সংবিধানসহ বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম পরিচালনা করা।’
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব বলেন, ‘কিছুদিন আগে ড. ইউনূস আমাদের সাথে আদালতে হাজিরা দিয়েছেন। আজ তাকে পুলিশ বেষ্টনীতে পাহারা দেয়া হয়। আমরাই তাকে এখানে পৌঁছে দিয়েছি।’
নারায়ণগঞ্জ জেলা হেফাজত ইসলামের সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান, মহানগর সভাপতি মুফতি হারুনুর রশিদ। এছাড়া আরো বক্তব্য দেন মাওলানা আজিজুল হক ইসলামীবাদী, মাওলানা নূর হোসেন, মাওলানা আব্দুল মালেক, খেলাফত মজলিস কেন্দ্রীয় নেতা মাওলানা মহিউদ্দিন খানসহ হেফাজতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।