সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদী থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা সদরের সুরমা নদীর আজমপুর নৌকাঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত আফিয়া বেগম দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম আছকির মিয়ার স্ত্রী। তিনি দোয়ারাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাপ মিয়া ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: রিগেন পাশার মা।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, আজমপুর নৌকাঘাটের উত্তর পাশে সুরমা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে দোয়ারাবাজার থানা পুলিশ ও ছাতক নৌ-পুলিশের যৌথ অভিযানে লাশটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



