ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘মাটির উপরে আল্লাহকে ছাড়া আমি কাউকে ভয় করি না, ভয় করা আমার রক্তে নাই। একজন প্রেসিডেন্টের যেমন একটি ভোট, সাধারণ একজন মানুষেরও একটি ভোট। ভোটের মাধ্যমেই মানুষ সকল অন্যায়ের জবাব দেবে।’
সোমবার (৫ জানুয়ারি) বিকালে সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নে সাধারণ মানুষের সাথে গণসংযোগ ও মতবিনিময়কালে এ কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী তিনি।
এ সময় তিনি উপস্থিত সাধারণ মানুষদের উদ্দেশ্য করে আরো বলেন, আমি দল ছেড়ে যাইনি, এলাকার মানুষকেও ছেড়ে যাইনি। দল আমাকে বহিস্কার করেছে কিন্তু সরাইল আশুগঞ্জের মানুষ আমার পাশে আছে। আমি এমপি প্রার্থী নয়, সরাইল আশুগঞ্জের মানুষ এমপি প্রার্থী।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আমার নেত্রীর জানাজা ও দাফন সম্পন্ন হতে না হতেই আমাকে দল থেকে বহিষ্কারাদেশ দেয়া হয়।
আমার সাথে যদি কোনো বে-ইনসাফি বা অন্যায় হয়ে থাকে, তার বিচার আমি আল্লাহর দরবারে ছেড়ে দিলাম।
দেশনেত্রী খালেদা জিয়া আমার ওপর যে লড়াইয়ের দায়িত্ব দিয়ে গেছেন, তা শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করবো।’



