পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় সাইকেল আরোহী নিহত

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাকুন্দিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চন্ডিপাশা ইউনয়ন পরিষদ সংলগ্ন স্থানে এ ঘটনাটি ঘটে।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Pakundia
ঘাতক মাইক্রোবাসটিকে হেফাজতে নিয়েছে পাকুন্দিয়া থানা পুলিশ
ঘাতক মাইক্রোবাসটিকে হেফাজতে নিয়েছে পাকুন্দিয়া থানা পুলিশ |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় টুটুল মিয়া (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাকুন্দিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চন্ডিপাশা ইউনয়ন পরিষদ সংলগ্ন স্থানে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্থানীয়রা মাইক্রোবাসটি জব্দ করে।

নিহত টুটুল মিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের সুখিয়া উত্তরপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিহত টুটুল মিয়া বাইসাইকেলে করে সুখিয়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মাইক্রোবাসটি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’