গুইমারায় ১০ বছরেও হয়নি হাসপাতাল-ফায়ার সার্ভিস, উপজেলাবাসীর মানববন্ধন

রোগীদের চিকিৎসার জন্য যেতে হয় দূরের হাসপাতালে। এতে সময়ক্ষেপণের কারণে অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটে। এদিকে অগ্নিকাণ্ডের আকস্মিক দুর্ঘটনা এড়াতে কোনো ব্যবস্থা না থাকায়ে ক্ষোভের শেষ নেই উপজেলাবাসীর।

রফিকুল ইসলাম রকি, খাগড়াছড়ি

Location :

Khagrachari
উপজেলাবাসীর মানববন্ধন
উপজেলাবাসীর মানববন্ধন |নয়া দিগন্ত

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ১০ বছেরও নির্মিত হয়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন। ফলে রোগীদের চিকিৎসার জন্য যেতে হয় দূরের হাসপাতালে। এতে সময়ক্ষেপণের কারণে অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটে। এদিকে অগ্নিকাণ্ডের আকস্মিক দুর্ঘটনা এড়াতে কোনো ব্যবস্থা না থাকায়ে ক্ষোভের শেষ নেই উপজেলাবাসীর। এনিয়ে ক্ষুব্ধ হয়ে মানববন্ধন করেছে সাধারণ জনগণ।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা বাজারে (চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক) সর্বস্তরের জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মানববন্ধন কর্মসূচির আহ্বায়ক মো: ইউসুফ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবদুল আলী, পাইসাউ মারমা, মাঈন উদ্দিন বাবলু, হরিপদ্ম ত্রিপুরা, আলাউদ্দিন আরিফ, চাইরেপ্রু মারমা, সাইফুল ইসলাম সোহাগসহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, গুইমারা উপজেলায় দশ বছরেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ করা হয়নি। যার দরুন গুইমারা উপজেলার মানুষজন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এবং বারবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। তাই জরুরিভাবে এ দুটি পরিষেবা দ্রুত বাস্তবায়নের দাবি জানাই। এছাড়া দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা না হলে আগামী ১ জানুয়ারি থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়।

এদিকে একই দাবিতে আগামী ৩ নভেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেয়া হবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৬ জুন প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১০৯তম সভায় খাগড়াছড়ির নবম উপজেলা হিসেবে গুইমারাকে অনুমোদন দেয়া হয়। দীর্ঘ ১০ বছর পার হলেও এ উপজেলায় নির্মাণ করা হয়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন।