সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে প্রেরণ

সোমবার (১৩ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে তাকে এখানে পাঠানো হয় বলে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে বিজিবি।

নিজস্ব প্রতিবেদক

Location :

Cox's Bazar
আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে তোলা হচ্ছে
আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে তোলা হচ্ছে |সংগৃহীত

খাগড়াছড়ি জেলার নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে টহলরত অবস্থায় মাইন বিস্ফোরণে আহত বিজিবির নায়েক মো: আক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে তাকে এখানে পাঠানো হয় বলে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে বিজিবি।

এর আগে রোববার সকাল পৌনে ১১টার দিকে আহত হন কক্সবাজার ব্যাটালিয়নে (৩৪ বিজিবি) সদস্য আক্তার হোসেন। তখন তাকে তাৎক্ষণিক রামু সিএমএইচে পাঠিয়ে চিকিৎসা দেয়া হয়।