মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৌমুহনার শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মো: দুরুদ মিয়া অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে মারা গেছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে চৌমুহনা শাহী ঈদগাহ মাঠে তার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে শনিবার ভোররাতে হোটেল ব্যবসায়ী দুরুদ মিয়ার চৌমুহনের নিজ বাড়িতে আগুন লাগে। এ সময় ঘুম থেকে উঠে ঘর থেকে বের হওয়ার সময় জ্বলন্ত ঘরের ছাদ তার উপরে পড়ে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গা আগুনে পুড়ে যায়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তার বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয় বলে জানায় তার পরিবার।
নিহতের ছেলে মোহাম্মদ আলী বলেন, ‘আগুনে বাবার মৃত্যু হয়েছে। এক মুহুর্তেই সবকিছু শেষ হয়ে গেলো আমাদের।’