নওগাঁ জেলা আ’লীগ অফিস থেকে যুবকের লাশ উদ্ধার

নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

Location :

Naogaon Sadar
নওগাঁয় আ’লীগ অফিস থেকে লাশ উদ্ধার
নওগাঁয় আ’লীগ অফিস থেকে লাশ উদ্ধার |নয়া দিগন্ত

নওগাঁ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত দলীয় কার্যালয়ের লিফটের ফাঁকা জায়গা থেকে দেলোয়ার হোসেন (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ মে) দুপুর ২টার দিকে শহরের সরিষাহাটির মোড়ের একটি সাততলা ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবক দেলোয়ার হোসেন নওগাঁ সদর উপজেলার শহীদুল মোড় এলাকার মছির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে গিয়ে কিছু লোক দেখেন; একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে আছেন।

ওয়াহেদ আজাদ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ‘গত ৫ আগস্ট এ ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে সাধারণত কেউ আসে না। দুপুরে হঠাৎ বিকট শব্দ শুনে ভেতরে গিয়ে দেখি একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে লাশ উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।’

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক ভবনটির লিফটের তার বা রেলিংয়ের ধাতব বস্তু চুরি করতে গিয়েছিলেন। সাততলায় ওঠে অসতর্কতাবশত নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’