ডিআইজি আশফাকুল

মানবাধিকার রক্ষা ও জননিরাপত্তাকে পুলিশের সর্বাধিক অগ্রাধিকার দিতে হবে

পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Tangail
২৩তম বিভাগীয় ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণ
২৩তম বিভাগীয় ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণ |নয়া দিগন্ত

পিটিসির কমান্ডান্ট ও ডিআইজি মুহাম্মদ আশফাকুল আলম বলেছেন, ‘পুলিশের ওপর অর্পিত দায়িত্ব পালন কালে মানবাধিকার রক্ষা ও জননিরাপত্তাকে সর্বাধিক অগ্রাধিকার দিতে হবে।’

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় পিটিসির প্রশিক্ষণ মাঠ টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) বিভাগীয় এসআইদের ২৩তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথি মুহাম্মদ আশফাকুল আলম বলেন, ‘পুলিশের ওপর অর্পিত দায়িত্ব পালনকালে মানবাধিকার রক্ষা ও জননিরাপত্তাকে সর্বাধিক অগ্রাধিকার দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (কারিকুলাম) ডক্টর এ এইচ এম কামরুজ্জামান ও ডেপুটি কমান্ডান্ট অতিরিক্ত ডিআইজি মো: মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন পুলিশ সুপারবৃন্দ ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

২৩তম বিভাগীয় ক্যাডেট ব্যাচে মোট ১৭৬ জন প্রশিক্ষণার্থী তাদের প্রশিক্ষণ শেষ করেন। এ সময় সেরা তিনজন ক্যাডেটকে পুরস্কার প্রধান করেন প্রধান অতিথি।