ফেনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে জেলা বিএনপি।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শহরের ট্রাংক রোডস্থ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনী-২ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এবং ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেছবাহ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সহগ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ বেলাল, কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি বলেন, ‘বিএনপিকে নষ্ট করার জন্য বহু ষড়যন্ত্র দেশ-বিদেশে চলছে। আমাদের জীবন যেতে পারে, তাও আমরা তা প্রতিহত করবো৷ গ্রামে গ্রামে, ঘরে ঘরে বিএনপি ও আমাদের অঙ্গসংগঠনের দূর্গ গড়ে তুলতে হবে। আমাদের বোনদেরকে আশ্বস্ত করেন আপনারা। আমাদের দেশে অর্ধেকেরও বেশি নারী ভোটার। আমাদের প্রত্যেকে মা-বোন সাথে নিয়ে ভোট কেন্দ্রে যাবো। আপনারা ঘরে ঘরে রাস্তায় রাস্তায় যেখানে যান, সেখানে ধানের শীষের পক্ষে জোয়ার তৈরি করুন। গ্রামে গ্রামে ধানের শীষের জোয়ার তৈরি করতে হবে। বিশাল ভোটের ব্যবধানে ধানের শীষ বিজয়ী হয়ে এ দেশে সরকার গঠন করবে। নির্বাচিত সরকার দেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনবেন। ন্যায় শাসন, আইনের শাসন প্রতিষ্ঠা করবে।’
র্যালিতে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক অধ্যাপক এম এ খালেক, জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।



