রাঙামাটির লংগদু উপজেলার পূর্ব মহাজন পাড়া কবরস্থানের জমি দখলের অভিযোগ এনে এক মানববন্ধনের আয়োজন করেছে ওই এলাকার স্থানীয় জনসাধারণ।
শনিবার (২৮ জুন) সকাল ১১টায় পূর্ব মহাজন পাড়া কবরস্থান মাঠ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, ওই এলাকার বাসিন্দা ইব্রাহিম ও তার স্ত্রী তার ভাতিজা এনএসআই সদস্য সাখাওয়াতের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে কবরস্থানের জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন। এতে এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে।
মানববন্ধনে বক্তারা বলেন, কবরস্থান একটি ধর্মীয় ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ স্থান। এটি সবার জন্য পবিত্র ও অর্পণযোগ্য স্থান হিসেবে সংরক্ষিত থাকা উচিত। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এ দখল প্রক্রিয়া অব্যাহত থাকে, তবে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
আয়োজকরা জানান, কবরস্থানের পবিত্রতা রক্ষা ও অবৈধ দখল প্রতিরোধে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণ করেন মসজিদ কমিটির সভাপতি শাহা আলম, সাধারণ সম্পাদক শাহা আলম (দ্বিতীয়), সাবেক ইউপি সদস্য জমসেদ হাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।