গোলাপগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

জমি সংক্রান্ত বিষয় নিয়ে ফুফাতো ভাই শাহিদ আহমদের সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে ফাহিমের পেটে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, গোলাপগঞ্জ (সিলেট)

Location :

Golapganj
গোলাপগঞ্জ মডেল থানা
গোলাপগঞ্জ মডেল থানা |সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফাহিম আহমদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের বারোকোট গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ফাহিম আহমদ বারোকোট গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি সিলেট শহরে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফাহিম আহমদের সাথে তার মামাতো ভাই শাহিদ আহমদ গংদের পারিবারিক বসতভিটা সংলগ্ন জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফাহিম বাড়িতে আসেন। এ সময় জমি সংক্রান্ত বিষয় নিয়ে ফুফাতো ভাই ও জিলাল উদ্দিনের ছেলে শাহিদ আহমদ (২০) এর সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহিদ ধারালো ছুরি দিয়ে ফাহিমের পেটে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে গুরুতর আহত অবস্থায় গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা।