বুড়িচংয়ে ১ মণ গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

কুমিল্লার বুড়িচংয়ে ১ মণ গাঁজাসহ মাদককারবারি মো: ইসহাককে গ্রেফতার করা হয়েছে; তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Burichong
বুড়িচংয়ে ১ মণ গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার
বুড়িচংয়ে ১ মণ গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার |নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচং উপজেলায় এক মণ গাঁজাসহ মো: ইসহাক (৩৬) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও চোরাচালান-বিরোধী অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইসহাক বাকশিমুল ইউনিয়নের কোদালিয়া এলাকার মরহুম আব্দুর রশিদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একই এলাকার নুরুল আমিনের বাড়ির বাগান থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়েছে এবং তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ‘মাদক ও চোরাচালান-বিরোধী বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় ভারতীয় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।‘