মঠবাড়িয়ায় সরকারি খাল খননে বাধা, কৃষকদের প্রতিবাদ

খালের নাব্যতা হারিয়ে দু’পাশের চার শ’ হেক্টর জমির মালিকরা বহু বছর ধরে ভোগান্তিতে রয়েছেন। জলাবদ্ধতার কারণে বীজতলা পচে যাবার পাশাপাশি মৌসুমী সবজি ফলাতে ব্যর্থ হতেন কৃষকরা। কয়েক মাস আগে খালটির খনন কাজ শুরু হয়। সম্প্রতি স্থানীয় একটি অসাধু চক্র খাল খননে বাধা দিচ্ছে। যার কারণে খাল খনন থেমে যায়।

‎মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Pirojpur
মানববন্ধন করছেন স্থানীয় এলাকাবাসী ও কৃষক
মানববন্ধন করছেন স্থানীয় এলাকাবাসী ও কৃষক |নয়া দিগন্ত

পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি খাল খননে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কৃষক ও স্থানীয়রা। শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাপলেজা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের হাসানিয়া আলীম মাদরাসা সড়কে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় কৃষক জাকির দর্জি, হারুণ দফাদার, মো: জসিম দফাদার, চুন্নু দফাদার, শংকর মিত্র, মো: ফারুক হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড চড়কখালী-তাফালবাড়িয়া গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ঘরনলীশাখা খালটি নাব্যতা হারিয়ে জমির সাথে স্বাভাবিকভাবে মিশে গেছে। যে কারণে খালের দু’পাশের চার শ’ হেক্টর জমির মালিকরা বহু বছর ধরে ভোগান্তিতে রয়েছেন। জলাবদ্ধতার কারণে বীজতলা পচে যাবার পাশাপাশি মৌসুমী সবজি ফলাতে ব্যর্থ হতেন কৃষকরা। কয়েক মাস আগে খালটির খনন কাজ শুরু হয়। সম্প্রতি স্থানীয় একটি অসাধু চক্র খাল খননে বাধা দিচ্ছে। যার কারণে খাল খনন থেমে যায়।

তারা আরো বলেন, আমরা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আশা করছি, প্রশাসন দ্রুত এর সমাধান করে খাল খনন প্রক্রিয়া স্বাভাবিক করবে।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কামরুন নেছা সুমি বলেন, ওই এলাকা কৃষি সম্ভাবনাময় এলাকা। কৃষির স্বার্থে খাল খনন জরুরি। খাল খননে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে।