লক্ষ্মীপুরে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে নাকাল জনজীবন

দ্রুত ড্রেনেজ পরিষ্কার করে পানি সরানো না হলে আরো দুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আ হ ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর

Location :

Lakshmipur
লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় ১৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে
লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় ১৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে |নয়া দিগন্ত

লক্ষ্মীপুরে মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এই মৌসুমে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টির রেকর্ড। বিষয়টি জানিয়েছেন রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের কর্মকর্তা মো: সৌরভ হোসেন।

এই কর্মকর্তা বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপ, সক্রিয় মৌসুমি বায়ু ও পূর্ণিমার প্রভাবের কারণে বৃষ্টি হচ্ছে। এটি আরো কয়েক দিন অব্যাহত থাকবে।

গত দু’দিন ধরে টানা বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও দিনমজুর শ্রেণির মানুষ। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে ভয়াবহ দুর্ভোগে পড়েছে। অনেকেই পলিথিনে বই মুড়িয়ে, জুতা হাতে নিয়ে পানি পার হয়েছে।

টানা বৃষ্টির কারণে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে শহরের জেবি রোড, কলেজ রোড, বাঞ্ছানগর, মজুপুর ও শমসেরাবাদসহ বিভিন্ন স্থানে পানি জমে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ফলে ভয়াবহ ভোগান্তিতে পড়ছে পৌরবাসী।

পৌরবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে ড্রেনেজ নির্মাণ, পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলে শহরের বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয়। দ্রুত ড্রেনেজ পরিষ্কার করে পানি সরানো না হলে আরো দুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি বৃষ্টি এভাবে অব্যাহত থাকলে বন্যার শঙ্কাও করছেন অনেকেই।

স্থানীয় সরকার বিভাগের পরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো: জসীম উদ্দিন বলেন, যেসব জায়গায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে সেখানে পৌরসভার পক্ষ থেকে পানি সরানোর কাজ করা হচ্ছে।