নেত্রকোনায় ঢাকায় জাতিসঙ্ঘ মানবাধিকার কমিশনের কার্যালয় বন্ধ এবং এই কার্যালয়ের আড়ালে দেশ ও ইসলাম বিরোধী অ্যাজেন্ডা বাস্তবায়ন বন্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুমা শহরের বড় বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এই মিছিল বের হয়।
এ সময় তৌহিদী জনতা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিয়ে জিহাদী স্লোগান দেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি স্থানীয় পাবলিক হলের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা ঢাকায় জাতিসঙ্ঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের তীব্র প্রতিবাদ জানান এবং এর অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তারা অভিযোগ করেন যে এই কার্যালয়টি দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়নের একটি ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে পারে।