ফেনী সদরে দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন (৩২) ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মুরাদ হোসেন (৩০)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফাজিলপুর এলাকার নজির উদ্দিন হাজী বাড়িতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ইমাম ও মুরাদকে আটক করা হয়। তারা দু’জন সম্পর্কে ভাই ও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহানের ভাতিজা। পরে তাদের কাছ থেকে চাপাতি, লোহার ব্যারেল, দা, বটি, হাসুয়াসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ফেনী মডেল থানার তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল দাস জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন জানান, ‘ঘটনাটি ষড়যন্ত্র কি না খোঁজখবর নেয়া হচ্ছে। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’