ফেনীর পরশুরাম সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নেয়ার সাত ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। একই সীমান্তে গত কয়েকদিন আগে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছিল দুই বাংলাদেশী।
জানা গেছে, সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা সীমান্তের ২১৭৪ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে স্থানীয় বাংলাদেশী নাগরিক নুরুল ইসলামকে (৬০) ধরে নিয়ে যায় ভারতের ত্রিপুরার ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের বিনোদ ক্যাম্পের বিএসএফ। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর সাত ঘণ্টার পর বিকেলে সাড়ে ৫টায় ওই বাংলাদেশীকে হস্তান্তর করেছে বিএসএফ।
এদিকে, বিজিবি-পুলিশের যৌথ অভিযানে সোমবার ভোরে জেলার ফুলগাজী উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ছয়জন চোরাকারবারীকে আটক করা হয়েছে বলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী- বিজিবি সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৫ জুলাই রাতে পরশুরামের বাঁশপদুয়া গ্রামের সীমান্তবর্তী ২১৬৪/১২ এস পিলার এলাকার গেলে ভারতীয় বিএসএফ মিল্লাত হোসেন (২১) ও মো: লিটন নামের দুই বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা করে। সোমবার বাংলাদেশী নাগরিক নুরুল ইসলামকে আটকের পর থেকে তার স্বজন ও সীমান্তবর্তী বাংলাদেশীদের মাঝে ওই বাংলাদেশীদের ভাগ্য নিয়ে সময় কেটেছে উদ্বেগ-উৎকণ্ঠায়।
বিজিবি-৪ ফেনীর কমান্ডিং অফিসার লে. কর্ণেল মোহাম্মদ মোশারফ হোসেনের নেতৃত্বে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অক্ষত অবস্থায় বাংলাদেশী নাগরিক স্বজনদের মাঝে দেশে ফিরে আসায় স্বস্তি ফিরেছে এলাকায়।