কালুখালীতে আগুনে পুড়লো কৃষকের বসতবাড়ি

২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

‘আগুনে নগদ টাকা, পিঁয়াজ, রসুন ও গরু পুড়ে গেছে। বাপের ভিটায় কিছু নাই। আমরা নিঃস্ব হয়ে গেলাম।’

নয়া দিগন্ত অনলাইন

Location :

Kalukhali
আগুনে পোড়া বসতবাড়ি
আগুনে পোড়া বসতবাড়ি |নয়া দিগন্ত

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নে কৃষক মো: মোজাহার ফকিরের বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ভুক্তভোগী পরিবার দাবি করেছেন।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে এ আগুনের ঘটনা ঘটে।

কালুখালী ফায়ার স্টেশনের প্রধান কর্মকর্তা জিল্লুর রহমান জানান, দুপুর ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, ওই বাড়ির রান্না ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে মোজাহার ফকির ও পাশের কলিমদ্দিন ফকিরের মোট চারটি ঘর পুড়ে যায়।

এ ব্যাপারে ভুক্তভোগী মো: মোজাহার ফকিরের ছেলে রেজাউল ফকির বলেন, ‘আগুনে নগদ টাকা, পিঁয়াজ, রসুন ও গরু পুড়ে গেছে। বাপের ভিটায় কিছু নাই। আমরা নিঃস্ব হয়ে গেলাম।’

ফায়ার সার্ভিস জানায়, বসতবাড়ির সবকিছু পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।